দর বৃদ্ধির তালিকায় বীমা খাতের আধিপত্য
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৯ ১৬:১৪:৩৮
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৯টি কোম্পানিই বীমা খাতের। আর একটি কোম্পানি আর্থিক খাত থেকে তালিকায় উঠে আসে। দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১১৩ বারে ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৫১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৭৪ বারে ৩ লাখ ৯৬ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সে এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৭৩ বারে ২২ লাখ ২৭ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স।
সান বিডি/এসকেএস