বাংলাদেশের ওষুধ-আমদানিতে আগ্রহ দেখাচ্ছে আজারবাইজান
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৯ ১৮:৩৫:২০
দেশি পণ্য বিদেশে রফতানি হবে এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি ভালো দিক। বাংলাদেশ থেকে আসবাবপণ্য, সিরামিক টাইলস, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি (আইটি) সামগ্রী আমদানি করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে আজারবাইজান।
আজ বুধবার (১৯জুন) রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুনতাকিম আশরাফের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ।
এসময় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখায় দেশটি। একই সঙ্গে এফবিসিসিআই এবং আজারবাইজানের শীর্ষ চেম্বারের মধ্যে ‘যৌথ চেম্বার’ গঠনের বিষয়েও দুপক্ষ ইচ্ছা প্রকাশ করেছে।
রৈঠকে এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে আশরাফ আজারবাইজানের ব্যবসায়ীদের বাংলাদেশের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিনিয়োগের আহ্বন জানান।
এ প্রসঙ্গে তিনি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় সুবিধাসমূহও তুলে ধরেন। বৈঠকে এফবিসিসিআই পরিচালক আব্দুল হক এবং এফবিসিসিআই মহাসচিব হোসাইন জামিল উপস্থিত ছিরেন।
সানবিডি/ এমএফইউ