চবিবশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ৫৬ জন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৯ ১৯:৫৩:৩০
গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৬ জন। এ ছাড়া এ মৌসুমে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। তবে ঢাকাসহ সারাদেশে এই প্রকোপ আরও বাড়ার আশঙ্কা।
আষাঢ়ের প্রথমে বৃষ্টির পরেই রাজধানীতে মিলছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভার উপস্থিতি। নগরবাসীর অসাবধানতা আর অসচেতনতায় এর বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রাজধানীতে ভর্তি ৫৬ জনের মধ্যে ৩১ জন ভর্তি হয়েছেন সরকারি হাসপাতালে আর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।
বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া সম্ভব।
এ রোগ প্রতিরোধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। রাজধানী ও এর আশেপাশে সরকারি ২৮ বেসরকারি ৩৬ হাসপাতালের ১ হাজার ৩৫০ জন চিকিৎসক ও ১৫৯ জন সেবিকাকে দেয়া হয়েছে ডেঙ্গু চিকিৎসার বিশেষ প্রশিক্ষণ।
চলতি বছর বর্ষার আগে করা জরিপে দেখা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ টি আর দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর ঝুঁকিতে। সিটি করপোরেশন বলছে রিপোর্ট আমলে নিয়েই ব্যবস্থা নিচ্ছেন তারা। আর এবারে একই সঙ্গে কাজ করবে দুই সিটি।
সানবিডি/ এমএফইউ