প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে বিপদে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২০ ১০:৪০:৪৯
ফুটবলের দেশ ব্রাজিলে চলছে দক্ষিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা।এই টুর্নামেন্ট শুরুর আগে কে ভেবেছিল, গ্রুপ পর্বে এমন বিপদে পড়তে হবে আর্জেন্টিনাকে। প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও হতাশা বৃত্তে আটকে লিওনেল মেসির দল। প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ে কোপা আমেরিকার এবারের আসরে ঝুলে গেল আর্জেন্টাইনদের ভাগ্য। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এখন অন্য দলগুলোকে মুখের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় বেলো হরিজন্তে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আগের ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে প্রথম থেকে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে ঠিকভাবে গুছিয়ে আক্রমণ করতে পারছিল না দলটি। উল্টো ২৯তম মিনিটে গোল হজম করতে যাচ্ছিল আর্জেন্টিনা। আলবের্তো গঞ্জালেসের কোনাকুনি শট আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর পায়ে না লাগলে বিপদ হতে পারত আর্জেন্টিনার। তবে ৩৭তম মিনিটে আর রক্ষা পায়নি আর্জেন্টিনা। মিগেল আলমিরোনের বাড়ানো বলে গোল করেন রিচার্ড সানচেজ।
দ্বিতীয়ার্ধে শক্তি বাড়াতে রবার্তো পেরেরার বদলে নামানো হয় সার্জিও আগুয়েরোকে। ৫১ মিনিটের প্যারাগুয়ের ডিফেন্ডার ইভান পিরিসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে দলকে সমতায় ফেরান মেসি। ৬১ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো প্যারাগুয়ে। ডি বক্সে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ধাক্কা মেরে ফেলে দেন ডেরলিস গনজালেজকে। তবে গঞ্জালেসের পেনাল্টি আটকে দেন আর্জেন্টিনার গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।
এই ড্রয়ে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে আর্জেন্টিনা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। অন্যদিকে দুই ম্যাচ ড্র করে প্যারাগুয়ের পয়েন্ট ২। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়া খেলবে প্যারাগুয়ে বিপক্ষে। প্যারাগুয়ে যদি সেই ম্যাচটা জিতে যায় তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। আর ম্যাচটার যদি কলম্বিয়া জেতে বা ড্র হয় তাহলে শেষ ম্যাচে কাতারের বিপক্ষে জিততেই হবে মেসিদের।