বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিসংখ্যান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২৩ ২০:৪১:১৬


এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। আর এই স্বপ্ন কে বাস্তবে রূপায়ন করতে ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

আসরে এখন পর্যন্ত দুদলই খেলেছে ৫টি করে ম্যাচ। ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার তিন নম্বরে অ্যারন ফিঞ্চের দল। আর ২ জয়, ১ পরিত্যক্ত ম্যাচ ও ২ হারে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে মাশরাফি বিন মর্তুজারা।

২০০৫ সালের ১৮ জুন ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে তখনকার প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। অসিদের বিপক্ষে ওয়ানডেতে ওটাই টাইগারদের একমাত্র জয়। ১৪ বছর পর সেই ব্রিটেনের মাটিতে আরেকটি জুন মাসে ফের জয় তুলে নেওয়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ।

মুখোমুখি লড়াইয়ে দুই দলের পরিসংখ্যান :

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র ১টি। অন্যদিকে অসিরা জিতেছে ১৮টি। তবে আইসিসির সব শেষ দুই টুর্নামেন্টে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দুটি পণ্ড হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে অসিরা সব শেষ জিতেছিল ২০১১ সালে। আর বাংলাদেশের একমাত্র মধুর জয়টি ২০০৫ সালে। তাই অতীত নিয়ে স্মৃতিকাতর নয় কোনো দলই। তা ছাড়া অস্ট্রেলিয়া পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ‘আসল বাংলাদেশ’ এর বিরুদ্ধে কিন্তু তাদের এখনো কোনো জয় নেই। কেননা বাংলাদেশ দল তো মূলত বদলে গেছে শেষ ৪ বছরে। তাই আজ বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজের এই ক্রিকেট গ্রাউন্ডে অসিদের হারিয়ে নিজেদের আধিপত্যের নতুন করে জানান দিতে চায় টাইগাররা। সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য!

এছাড়া আরও  কিছু পরিসংখ্যান :

সর্বোচ্চ দলীয় স্কোর :

বাংলাদেশ : ২৯৫/৬, ২০১১, ঢাকা

অস্ট্রেলিয়া : ৩৬১/৮, ২০১১, ঢাকা

দলীয় সর্বনিম্ন স্কোর :

বাংলাদেশ : ৭৪, ডারউইন, ২০০৮

অস্ট্রেলিয়া : ১৯৮/৫, ডারউইন, ২০০৮

বড় জয় :

বাংলাদেশ : ৫ উইকেট

অস্ট্রেলিয়া : ১৮০ রান এবং ১০ উইকেট

ব্যক্তিগত সর্বোচ্চ রান :

হাবিবুল বাশার- ২৮৯ রান

অ্যাডাম গিলক্রিস্ট- ৪৪৪ রান

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :

মোহাম্মদ আশরাফুল- ১০০ রান

শেন ওয়াটসন- ১৮৫ রান

সর্বোচ্চ ছয় :

তামিম ইকবাল- ৬টি

শেন ওয়াটসন- ২০টি

সর্বোচ্চ হাফ সেঞ্চুরি :

তামিম ইকবাল- ৩টি

অ্যাডাম গিলক্রিস্ট- ৫টি

সবচেয়ে বেশি উইকেট :

মাশরাফি বিন মর্তুজা- ১৫ উইকেট

ব্র্যাড হগ- ১৮ উইকেট

সেরা বোলিং :

আব্দুর রাজ্জাক- ৩/৩৬

অ্যান্ড্রু সায়মন্ডস- ৫/১৮

সবচেয়ে বেশি ম্যাচ :

মাশরাফি বিন মর্তুজা- ১৫

রিকি পন্টিং- ১৪

সর্বোচ্চ ডিসমিসাল :

খালেদ মাসুদ- ৪টি

অ্যাডাম গিলক্রিস্ট- ২৭টি

 

সানবিডি/ এমএফইউ