মুরসির মৃত্যু কখনোই ভুলে যাব না এটা নিশ্চিত: এরদোগান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২০ ১৫:৪৭:০১
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন,তার দেশ এটা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে মোহাম্মদ মুরসীর মৃত্যু নিয়ে অনেক ‘নাটক’ করা হয়েছে, এবং তার দেশ মুরসির মৃত্যুর ঘটনা কখনো ভুলে যাবেনা।
বৃহস্পতিবার মি. এরদোগান বিদেশী সাংবাদিকদের একটি গ্রুপের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন,তার একদিন আগে তিনি অভিযোগ করেন, মুরসি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি তাকে হত্যা করা হয়েছে। .
তিনি বলেন,যেমনভাবে এর আগে হত্যার শিকার সাংবাদিক জামাল খাসোগির হত্যা আমরা মেনে নেইনি এবং ভুলে যায় নি তেমনি ভাবে মুরসিকে হত্যার নাটক কখনোই আমরা মেনে নেব না এবং ভুলে যাব না।
এই নেতা যিনি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির ভয়ঙ্কর সমালোচক,তিনি বলেন,আমি বিশ্বাস করি যে জাতিসংঘ মুরসির ‘ সন্দেহজনক মৃত্যু’ গ্রহণ করবে।
সানবিডি/নুরুজ্জামান
সূত্র-ওয়াশিংটন পোস্ট