আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার স্বীকৃতি পেল ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২১ ১০:১১:৪৬
পর্যবেক্ষক সদস্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। সে হিসেবে ফিলিস্তিনকে সংস্থাটিতে যোগ দেয়ার অনুমতিও দেয়া হয়েছে।
পর্যবেক্ষক সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক এ সংস্থাটি।
মঙ্গলবার এ বিষয়ে আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি একটি চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে ফিলিস্তিনে তেজস্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিস্ফোরক পদার্থের মওজুদ নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।
এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষক সদস্য হিসেবে ফিলিস্তিনকে অন্তর্ভূক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন আইএইএ’র এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।