সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩৪ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২২ ১০:০৬:০০
বিদায়ী সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ১৩৪ কোটি টাকা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৯৮ কোটি ১৩ লাখ ২৩ হাজার ২৮৪ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৩৪ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৮৪২ টাকা বা ৫.৪৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৪৪২ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬৫৭ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ২৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৬ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ৩৬৯ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৩৩ ও ০০১৮৯৪ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১৮৩ কোটি ০৪ লাখ ৮৩ হাজার ৯০৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২৪ কোটি ২০ হাজার ৭৮ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪০ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ১৬৯ টাকা বা ১৮.২৮ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪৬ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৫৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৮ বা ১.৪৪ শতাংশ এবং সিএসআই ১২ বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ১১, ১৪ হাজার ৩৬৭, ১ হাজার ২০০ ও ১ হাজার ৭৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ১৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।
সান বিডি/এসকেএস