সাপ্তাহিক দর পতনের শীর্ষে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২২ ১২:১৫:০৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক বা দরপ তনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে ফান্ডটির দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১২.৮৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৭ কোটি ৮৯ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডর শেয়ার দর কমেছে ১২ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওয়ান ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার লিজিং, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

সান বিডি/এসকেএস