আগামী কাল থেকে সোনা বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে এনবিআর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২২ ১৩:১৭:৩৫
মূসক (মূল্য সংযোজন কর) নিবন্ধিত দেশের ১৫ হাজার সোনা ব্যবসায়ীর কাছে গচ্ছিত সোনা বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৩ থেকে ২৫ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এবং ২৪ ও ২৫ জুন বাকি বিভাগীয় শহরে এ সুযোগ দেওয়া হবে। গচ্ছিত সোনা প্রতি ভরিতে এক হাজার টাকা কর দিয়ে বৈধ করতে পারবেন।
আগামী ১ জুলাই থেকে দোকানে থাকা সোনার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে কর পরিশোধের কাগজ দেখাতে হবে। কর পরিশোধ করা না হলে তা অবৈধ বলে বিবেচিত হবে। এ তিন দিনে সোনা কর খাতে সরকারের আয় ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে হিসাব করেছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘সোনার ব্যবসা এ দেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় খাত। যুগ যুগ থেকে এ ব্যবসা চলে আসছে। আইনের মধ্যে থেকে সোনা ব্যবসা উৎসাহিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কাছে এ যাবৎ গচ্ছিত থাকা সোনা প্রতি ভরির জন্য এক হাজার টাকা কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হবে। প্রত্যেক বিভাগের জন্য নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট স্থান ধার্য করা হয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সোনা ব্যবসায়ীরা এসে এনবিআর কর্মকর্তাদের কাছে হিসাব করে কর দিয়ে যাবে। নতুন অর্থ বছরের শুরু থেকে সোনার উৎস সম্পর্কে স্বচ্ছতা থাকতে হবে। একই সঙ্গে সোনা আমদানিতেও ছাড় দেওয়া হয়েছে।’
বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সভাপতি দিলীপ কুমার আগরওয়াল বলেন, ‘চলতি মাসে এনবিআর থেকে প্রজ্ঞাপন জারি করে সোনা ব্যবসায়ীদের কাছে গচ্ছিত সোনা ৩০ জুনের মধ্যে বৈধ করার সুযোগ দিয়েছে সরকার। কর দিলে তা বৈধ বলে বিবেচিত হবে। ভবিষ্যতে এসব সোনা নিয়ে সরকারি কোনো সংস্থা প্রশ্ন তুলবে না। এ সিদ্ধান্তের ফলে দেশের প্রকৃত সোনা ব্যবসায়ীরা উৎসাহিত হবে। আমরা আশা করছি ভ্যাট নিবন্ধিত ১৫ হাজার সোনা ব্যবসায়ী সোনায় কর দিলে সরকারের রাজস্ব আদায় ৪০০ কোটি টাকার বেশি হবে।’