প্রগতি লাইফের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৩ ১০:৪৪:১৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঘোষিত লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট, সকাল সাড়ে ১০টায়, কেআইবিসি অডিটরিয়াম, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স, সাউথ ব্লক, লেভেল #বি-১, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।

সান বিডি/এসকেএস