শেলটেকের এমডি’র জানাজা সোমবার বাদ আসর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৩ ১২:০৭:২৭
বেসরকারি আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. তৌফিক এম সেরাজ (৬৩) না ফেরার দেশে চলে গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কাতারের দোহা বিমানবন্দরে তিনি ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন শেলটেকের হেড অব মার্কেটিং মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি বলেন, ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের সঙ্গে কাতার যান তৌফিক এম সেরাজ। বৃহস্পতিবার কাতার থেকে স্পেনের বার্সেলোনার উদ্দেশে উড়োজাহাজে ওঠেন তারা। ওই ফ্লাইটেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফ্লাইটটি দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানেই মারা যান তিনি।
তিনি আরো বলেন, তৌফিক এম সেরাজের মরদেহ এখনো দোহা বিমানবন্দরেই রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে।
প্রকৌশলী তৌফিক এম সেরাজ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রথম সভাপতি ছিলেন । মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।