প্যারিসে প্রথম হামলাকারীর নাম ইসমাইল মুস্তাফি
আপডেট: ২০১৫-১১-১৫ ১৫:৫৫:২২
প্যারিস কাণ্ডে অবশেষে সনাক্ত এক জঙ্গি। তদন্তে নেমে ফরাসি পুলিশ জানতে পেরেছে প্রথম হামলাকারী ইসমাইল মোস্তাফি নামে এক ব্যক্তি । হামলাকারী জঙ্গিদের মধ্যে দুজন গ্রীক শরণার্থীও থাকতে পারেন বলে ইতিমধ্যেই আশঙ্কাপ্রকাশ করেছে গ্রীস সরকার। গতবছর এঁরা দুজনেই গ্রীসে আশ্রয় নেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্টেডিয়ামে হামলায় জড়িত একজনের মৃতদেহের কাছেইতিমধ্যেই উদ্ধার হয়েছে সিরিয়ার পাসপোর্টও।
রাতেই প্যারিসে হামলায় মহিলা জঙ্গির যোগ পাওয়া গিয়েছিল। স্টেডিয়ামে হামলাকারীদের টিমে মহিলা জঙ্গিও জড়িত ছিল বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। হালাবাজরা তিনটি দলে ভাগ হয়ে এসেছিল বলে জানতে পেরেছে পুলিস। বেলজিয়ামের নম্বরপ্লেট লাগানো ওই গাড়িতে চড়েই জঙ্গিরা হানা দেয় বলে তদন্তে জেনেছে পুলিস। কনসার্ট হলে হামলায় এক ফরাসি নাগরিকের জড়িত থাকার প্রমাণ মিলেছে। হামলায় ব্যবহৃত কালো সিটের একটি গাড়ির খোঁজে হন্যে ফ্রান্সের পুলিস।