সূরা আল-মাউন সরল অনুবাদ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২৩ ২০:২৭:৩৩


﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ﴾

১) তুমি কি তাকে দেখেছো৷  যে আখেরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে ?

﴿فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ﴾

২) সে-ই তো এতিমকে ধাক্কা দেয়

﴿وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ﴾

৩) এবং মিসকিনকে খাবার দিতে  উদ্বুদ্ধ করে না৷

﴿فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ﴾

৪) তারপর সেই নামাযীদের জন্য ধবংস ,

﴿الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ﴾

৫) যারা নিজেদের নামাযের ব্যাপারে গাফলতি করে

﴿الَّذِينَ هُمْ يُرَاءُونَ﴾

৬) যারা লোক দেখানো কাজ করে

﴿وَيَمْنَعُونَ الْمَاعُونَ﴾

৭) এবং মামুলি প্রয়োজনের জিনিসপাতি ( লোকদেরকে ) দিতে বিরত থাকে৷