বিকাশ অ্যাপে স্যালারি পাবে নতুন চার গার্মেন্টস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৩ ১৮:০২:৩৫
বিকাশের স্যালারি ডিজবার্সমেন্ট সেবায় যুক্ত হলো নতুন চারটি শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান। আর এই সেবার মাধ্যমে গার্মেন্টসগুলো এখন বিকাশ অ্যাপের মাধ্যমে সহজে তাদের কর্মীদের বেতন দিতে পারবে।
গার্মেন্টস চারটি হলো-অনন্ত কোম্পানিজ, বেস্ট উল সোয়েটার্স লিমিটেড, রেনেসাঁ গ্রুপ এবং স্নোটেক্স গ্রুপ।
আজ রবিবার ২৩ জুন রাজধানীর একটি হোটেলে বিকাশের সঙ্গে প্রতিষ্ঠান চারটির এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর, অনন্ত কোম্পানিজ-এর ম্যানেজিং ডিরেক্টর ইনামুল হক খান, স্নোটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এসএম খালেদ, রেনেসাঁ গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর কবীর এবং বেস্ট উল সোয়েটার্স লিমিটেডের ডিরেক্টর সিয়ামুল হাসান সিয়াম।
এখন পর্য়ন্ত বিকাশের এই সেবায় যুক্ত হলো এ চারটি প্রতিষ্ঠানসহ মোট ১৭৪টি গার্মেন্টস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মিজানুর রশীদ, হেড অব গর্ভনমেন্ট প্রজেক্ট অ্যান্ড বিজনেস সেলস মাসরুর চৌধুরী, রেনেসাঁ গ্রুপের করপোরেট এইচআর প্রধান সৈয়দা শায়লা আশরাফ, অনন্ত কোম্পানিজ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. সাজেদুল করিম, স্নোটেক্স গ্রুপের পরিচালক (অপারেশনস) মো. মোশাররফ হোসেন, বেস্ট উল সোয়েটার্স লিমিটেডের হেড অব কমপ্লায়েন্স মো. ফারুক হোসেন প্রমুখ।
সানবিডি/ এমএফইউ