টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২৪ ১৫:২৫:৪৬


বাংলাদেশ সাউদাম্পটনে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে । বাংলাদেশের সেমিফাইনালের আপাত সম্ভাবনা টিকিয়ে রাখতে আজকে জয়ের বিকল্প নেই। ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ ম্যাচটায় হানা দেয় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। ১০ মিনিট দেরি করে হয়েছে টস। আজকে প্রত্যাশিত দুটি পরিবর্তন  এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক ও সাইফউদ্দিন ফিরেছে একাদশে। আগের ম্যাচ থেকে রুবেল হোসেন ও সাব্বির রহমান বাদ পড়েছেন।

আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের শুরুর ঘণ্টায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই ছিল। ধীরে ধীরে মেঘলা আবহাওয়া কেটে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।

সাউদাম্পটনের এই মাঠেই শনিবার খেলেছে ভারত ও আফগানিস্তান। একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামছে আফগানরা। এই মুহূর্তে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৬ নম্বরে অবস্থান বাংলাদেশের। জটিল হিসাব নিকেশে সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে শেষ তিনটি ম্যাচই জিততে হবে টাইগারদের।