স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং রোজ সোয়েটারস্ লিমিটেড এর মধ্যে চুক্তি সম্পাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৫ ১৭:২০:৩০


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং রোজ সোয়েটারস্ লিমিটেড এর মধ্যে সম্প্রতি রিটেইল ব্যাংকিং সেবার আওতায় “এমপ্লয়ি সেভিংস অ্যাকাউন্ট সার্ভিসেস” শীর্ষক চুক্তি ব্যাংক এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সম্পাদিত হয়। এ চুক্তির ফলে রোজ সোয়েটারস্ লিমিটেডের প্রায় দশ হাজার কর্মকর্তা ও কর্মচারী স্ট্যান্ডার্ড ব্যাংকে তাদের বেতন ও ভাতাদি উত্তোলনসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন এবং রোজ সোয়েটারস্ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল মতিন খান উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।