ফ্লোর স্পেস বিক্রি করবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৬ ১৬:২১:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস বিক্রি করার ঘোষণা দিয়েছেন ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১০২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, তেজগাঁও, ঢাকার আইডিয়াল ট্রেড সেন্টারের ৬ষ্ঠ এবং ৭ম তলার মোট ১০ হাজার ৭৫৫ স্কয়ার ফিট ফ্লোর স্পেস বিক্রি করবে প্রতিষ্ঠানটি। যার বর্তমান বিক্রয় মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যথাযথ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ফ্লোর বিক্রির পক্রিয়া সম্পন্ন হবে বলে।

সান বিডি/এসকেএস