সুহৃদ ইন্ডাস্ট্রিজের সফটওয়্যারের নতুন ব্যবসার সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১১:০৯:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সফট্ওয়্যারের নতুন ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ইনফোস্যাপেক্স নামে একটি কোম্পানির সাথে চুক্তি করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সফট্ওয়্যার ব্যবসার জন্য সুহৃদ ইন্ডাস্ট্রিজ গত ২৬ জুন ইনফোস্যাপেক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ইনফোস্যাপেক্স-সুহৃদ জেভিসি (জয়েন্ট ভেঞ্চার কনর্সোটিয়াম) মাধ্যমে আইসিটি পণ্যের ব্রান্ডিং ও উন্নয়নে রোবোটিক্স প্রক্রিয়া অটোমেশন, ব্যবসা প্রক্রিয়া অটোমেশন ও অন্যান্য সফ্টওয়্যারের কাজ করবে। ব্যসায়য়ে উভয় কোম্পানি খরচ-লাভ সমান ভিত্তিতে ভাগ হবে।
সান বিডি/এসকেএস