সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ৬৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৯ ১০:৪৮:৫৭
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ২ কোটি ৩৪ লাখ ০৭ হাজার ১৮০টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৯ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৩৬ কোম্পানির ১ কোটি ১০ লাখ ৩৮ হাজার ৫২০টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লকে ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকা বা ২.৬৪ শতাংশ লেনদেন বেড়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭৫ লাখ ১ হাজার টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ১৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকের ৪০ লাখ ৫৩ হাজার টাকার, সিটি ব্যাংকের ১১ লাখ ৩৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯৪ লাখ ৮০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ২৫ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ৮৩ হাজার টাকার, সুহৃদের ১৮ লাখ ৭০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১০ লাখ ৩০ হাজার টাকার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৬৮ হাজার টাকার, ফরচুন সুজের ৯৯ লাখ ১৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৫ লাখ ২৮ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৪ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৯ লাখ ৪৫ হাজার টাকার, আরএন স্পিনিংয়েরর ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২১ লাখ ২১ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকার, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৯০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৬ লাখ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১ কোটি ৭১ লাখ ৭৬ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৪৫ লাখ ৪৪ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫৭ লাখ টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০ লাখ ৩৫ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৮ লাখ ৪০ হাজার টাকার, সিঙ্গার বিডিরর ২১ লাখ ৮৫ হাজার টাকার, সিনোবাংলার ১৪ লাখ ৩৮ হাজার টাকার, আইপিডিসির ৯৯ লাখ ৬৩ হাজার টাকার, আইটি কনসালটেন্টসের ১১ লাখ ৯২ হাজা টাকার, ম্যারিকোর ৭৯ লাখ ২৬ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৬ লাখ ৫৭ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ৫ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৬ লাখ টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ২৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস