জিপিএইচ ইস্পাতের টায়ার ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-৩০ ১০:৫২:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ টায়ার ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিরসরাই ইকোনোমিক জোনে এই টিবিআর টায়ার ফ্যাক্টরি স্থাপন করবে জিপিএই ইস্পাত। এজন্য স্টার অ্যালাইড ভেনঞ্চার লিমিটেডের নামে চট্টগ্রাম মিরসরাই ইকোনোমিক জোনে ৫০ একর জমি ক্রয় করবে। কোম্পানিটি টায়ার ফ্যাক্টরি স্থাপনে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে।
সান বিডি/এসকেএস