আজ ইবিতে ২ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আপডেট: ২০১৫-১১-১৫ ২০:৪৮:০৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ ট পর্যন্ত চার শিফটে প্রথম দিন ২টি ইউনিটের পরীক্ষা আনুষ্ঠিত হয়| ইউনিট দুটি হলো-ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ এবং কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট। এতে অংশ নেয় ১৫ হাজার ৯ ৪৫জন পরিক্ষার্থী। এরমধ্যে এ ইউনিটে-২১৬৯জন ও বি ইউনিটে-১৪ হাজার ২৮০জন| পরীক্ষার কেন্দ্রে অনুমতি ছাড়া অবস্থান করার কারণে ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানাকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করে প্রসাশন। এরপর মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে।
জানা যায়, আজ ভর্তি পরীক্ষার প্রথম দিনে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ও কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার শতকরা ৯২ ভাগ ছিল বলে কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। এবছর ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত জালিয়াতি ঠেকাতে ব্যবহার হচ্ছে মেটাল ডিটেকটর। যা দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শরীরের তল্লাশী করা হয়েছে। এছাড়া জালিয়াতি এড়াতে কেন্দ্রে কেন্দেও গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। একইসাথে ক্যাম্পাসে পুলিশ, বিজিবি, র্যাব-১২, ডিবি পুলিশ ও ভ্রাম্যমান আদালতসহ আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। আগামীকাল সোমবার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বছর ৫টি অনুষদের ৮টি ইউনিটে মোট ১৬৯৫টি আসনের বিপরীতে সর্ব মোট ৬৪ হাজার ৭৮০ জন শিক্ষার্থী অংশ নেবে।
এদিকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অনুমতি ছাড়া অবস্থান করার কারণে ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানাকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে অনুষদ ভবনের ২১৩ নং কক্ষ থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আর কখনো ক্যাম্পাসে প্রবেশ করবেনা বলে মুচলেকা দেয় মাসুদ রানা।এ মুচলেকা গ্রহনের পর বিকাল তিনটার দিকে তাকে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এর আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সবার সহযোগীতা পেলে বাকি পরীক্ষাগুলোও একই পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’।