মাদকের বিরুদ্ধে শপথ নিলেন সোনারগাঁয়ের পাঁচ গ্রামের মানুষ

প্রকাশ: ২০১৫-১১-১৫ ২০:০১:১৪


narayangtanj map20150822150026নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর বাসষ্ট্যান্ড এলাকায় পাচঁ গ্রামের কয়েক শত মানুষ মাদকের বিরুদ্ধে শপথ নিলেন। রোববার বিকেলে সোনারগাঁ থানার আয়োজনে মাদক বিরোধী সভায় এ শপথ নেন তারা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, হাজ্বী আব্দুল বারেক, যুবলীগ নেতা মাহাবুব পারভেজ, শফিকুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল মাহামুদ প্রমূখ।

সভায় অংশ নেওয়া বক্তরা বলেন, সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের দিকে ঝুকে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকরা। তারা জানায়, হাট, বাজার,অলিগলিতে এমনকি চা এবং মুদি দোকানে পর্যন্ত মাদক পাওয়া যাচ্ছে। মাদকাসক্ত হয়ে চুরি, ডাকাতি, ছিনতাই হত্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সমাজের সকল অপরাধ নির্মূল করতে হলে মাদককে বিতারিত করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে গতকাল কাচঁপুর সেনপাড়া, সোনাপুর, পুরান কাচঁপুর, রায়েরটেক গ্রামের কয়েক শত নারী পুরুষ মাদককে প্রতিহত করার শপথ নেন তারা।

সানবিডি/ঢাকা/রাআ