ভারতের বিপক্ষে টাইগারদের পরিসংখ্যান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০১ ১৮:৩০:০৫


বহুদিন ধরে টান টান উত্তেজনা আর উত্তাপের ম্যাচ হয় ভারত- বাংলাদেশের মাঝে ।ভারত – পাকিস্তান ম্যাচ নয়, বাংলাদেশ- ভারতের ম্যাচে যোগ করেছে ভিন্ন মাত্রা, পরিসংখ্যানও ঠিক তাই বলছে ।

বিশেষ করে গত কয়েকটি ম্যাচে খুব কাছে গিয়েও বাংলাদেশের জিততে না পারা, ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত সহ বিভিন্ন কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ পেয়েছে আলাদা একটি মাত্রা।

বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল মঙ্গলবার (২জুলাই) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে দর্শকসহ সব মহলে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। এমনকি হাহাকার পড়েছে টিকেটেও ।

তার আগে ভারতের বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের পরিসংখ্যান দেখে নেয়া যাক:

ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তাদের বিপক্ষে এখনও পর্যন্ত ২১ ম্যাচ খেলে ৩৫.৫২ গড়ে ৬০৪ রান করেছেন এই ব্যাটসম্যান।

অন্যদিকে বল হাতে সবচেয়ে সফল টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতের বিপক্ষে ১৯ ম্যাচ খেলে ৫.০৩ ইকোনোমি উইকেট নিয়েছেন ২৩ টি। ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার নাসির হোসাইন ৯ ম্যাচে ৭ ক্যাচ তার।

ভারতের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের সেরা যারা

মুশফিকুর রহিম: ম্যাচ-২১, ইনিংস-২০, রান-৬০৪, গড়-৩৫.৫২, সর্বোচ্চ – ১১৭

তামিম ইকবাল: ম্যাচ-১৮, ইনিংস-১৭, রান-৫৭৪ গড়-৩৩.৭৬, সর্বোচ্চ – ৭০

সাকিব আল হাসান: ম্যাচ-১৭, ইনিংস-১৬, রান-৫২৫, গড়-৩৫.০০, সর্বোচ্চ – ৮৫

মাহমুদুল্লাহ রিয়াদ- ম্যাচ-১৪, ইনিংস-১৩, রান-৩১৯, গড়-৩৫.৪৪, সর্বোচ্চ – ৬৪*

আমিনুল ইসলাম বুলবুল: ম্যাচ-৮, ইনিংস-৮, রান-২৭৭, গড়- ৪৬.১৬, সর্বোচ্চ – ৭০

ভারতের বিপক্ষে বল হাতে বাংলাদেশের সেরা যারা

মাশরাফি বিন মর্তুজা: ম্যাচ-১৯, ইনিংস-১৯, উইকেট- ২৩, ইকোনোমি- ৫.০৩, সেরা বোলিং ৩৮ রানে ৪ উইকেট

মোহাম্মদ রফিক: ম্যাচ-১৪, ইনিংস-১৪, উইকেট-১৮, ইকোনোমি-৪.৭১, সেরা বোলিং ৩৫ রানে ৩ উইকেট

সাকিব আল হাসান: ম্যাচ- ১৭, ইনিংস-১৭, উইকেট-১৮, ইকোনোমি-৪.৯৯, সেরা বোলিং ২৭ রানে ৩ উইকেট

মোস্তাফিজুর রহমান: ম্যাচ-৬, ইনিংস- ৬, উইকেট- ১৫, সেরা বোলিং ৪৩ রানে ৬ উইকেট

তাসকিন আহমেদ: ম্যাচ- ৬, ইনিংস-৬, উইকেট – ১২, ইকোনোমি-৪.৭৯, সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ফিল্ডাররা

নাসির হোসাইন: ৯ ম্যাচে ৭ ক্যাচ

মাশরাফি বিন মর্তুজা: ১৯ ম্যাচে ৬ ক্যাচ

আফতাব আহমেদ: ৬ ম্যাচে ৫ ক্যাচ

আব্দুর রাজ্জাক: ১২ ম্যাচে ৪ ক্যাচ

মোহাম্মদ রফিক: ১৪ ম্যাচে ৪ ক্যাচ