স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে জখম
প্রকাশ: ২০১৫-১১-১৫ ২০:০৮:০২
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর পরকীয়ার প্রেমে বাঁধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে আহত করেছে স্ত্রী’র পরকীয়া প্রেমিক। আহত স্বামীকে গোপনে চিকিৎসা দেয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের অটোভ্যান চালক সঞ্জিত বৈদ্যের স্ত্রী এক সন্তানের জননী আরতী রানীর (২০) সাথে পাশের বাড়ির আনন্দ গাইনের ছেলে চা দোকানী নিমাই গাইন (২৫) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে।
স্ত্রীর পরকীয়ায় স্বামী সঞ্জিত একাধিকবার বাঁধা দিলেও পরকীয়া প্রেমিক জুটি তাতে কর্ণপাত করেনি। শনিবার রাতে পরকীয়া প্রেমিক নিমাই গাইন সঞ্জিতের স্ত্রী আরতীর কাছে এলে সঞ্জিত নিমাইকে হাতেনাতে ধরে আটক করে।
এসময় প্রেমিক নিমাই সঞ্জিকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। আহত সঞ্জিত প্রশাসনের ঝামেলা এড়াতে স্থানীয় সূর্যের হাসি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ