সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০২ ১৪:৫৩:১১
পুঁজিবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক গঙ্গা চরন মালাকার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
একই সঙ্গে অন্যান্য উদ্যোক্তা পরিচালক মো. বেলাল হোসেন, মোতালেব হোসেন, শেখ কবির হোসেন ও রুহুল আমিন শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক গঙ্গা চরন মালাকারের কাছে মোট ১২ লাখ ৫৯ হাজার ১৬২টি শেয়ার রয়েছে; তা থেকে তিনি পাঁচ লাখ শেয়ার বিক্রি করেছেন। অন্যদিকে একই কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. বেলাল হোসেন তিন লাখ ২০ হাজার, মোতালেব হোসেন এক লাখ, শেখ কবির হোসেন ৫০ হাজার ও মো. রুহুল আমিন ৩০ হাজার শেয়ার কিনেছেন। এর আগে ২৬ জুন শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়।
সান বিডি/এসকেএস