গ্যাসের দাম পুন:নির্ধারণ করেছে তিতাস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৩ ১০:৫৮:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম পুন:নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরির কমিশন গ্যাসের দাম বাড়ানোর পর তিতাস গ্যাস তাদের বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের জন্য গ্যাসের ভিন্ন ভিন্ন দাম পুন:নির্ধারণ করেছে। পুন:নির্ধারণের পর প্রতি কুবিক মিটারে ইলেক্ট্রিসিটি ৪.৪৫ টাকা, ক্যাপটিভ পাওয়ার ১৩.৮৫ টাকা, সার কারখানায় ৪.৪৫ টাকা, শিল্প কারখানায় ১০.৭০ টাকা, চা বাগানে ১০.৭০ টাকা, বাণিজ্যিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ২৩ টাকা, ক্ষুদ্র ও কটেজ শিল্পে ১৭.০৪ টাকা, সিএনজি ৪৩ টাকা, বাসা বাড়িতে মিটারে ১২.৬০ টাকা, এক চুলা ৯২৫ টাকা এবং ২ চুলা ব্যবহারে ৯৭৫ টাকা নির্ধারণ করেছে।
সান বিডি/এসকেএস