পাকিস্তানে বিমানবন্দরে গুলিবর্ষণে নিহত ২
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৩ ১৪:১৫:৩৩
পাকিস্তানের লাহোর বিমানবন্দরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে চালানো এ হামলায় সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে আগত দুজন নিহত হয়েছেন। খবর ডন, জিয়ো নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনের।
খবরে বলা হয়, লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই অস্ত্রধারী বুধবার সকালে হামলা চালায়। বিমানবন্দরের লাউঞ্জের ভেতরই দুজনকে টার্গেট করে গুলি করে অস্ত্রধারীরা। এ সময় পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, হামলাকারী ওই দুজনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তারা একটি টেক্সিতে চড়ে বিমানবন্দরে এসেছিল। ব্যক্তিগত শত্রুতার জেরেই গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত দুজন পিপলস পার্টির নেতা বাবার বট হত্যা মামলার আসামি ছিলেন। দেড় বছরের মধ্যে লাহোরের এই আন্তর্জাতিক বিমানবন্দরে দুবার হামলার ঘটনা ঘটল।
হামলার পর থেকে আল্লামা ইকবাল বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।