মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ এখন চিহ্নিত : ড. আতিউর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৩ ১৫:৪৩:৩৫
মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ এখন চিহ্নিত। সেটা কমাতে কাজ করে যাচ্ছে সরকার। তবে মূল্যস্ফীতির বোতলজাত এই জিন পরে যেন বাইরে বেরিয়ে না আসে সেদিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ।
আজ বুধবার (৩ জুলাই) রাজধানীর বাংলামোটরে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন-সমুন্বয়ের প্রধান কার্যালয় ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী এক সংলাপে তিনি এসব কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নয় এটি কমাতে দেশের প্রত্যেকটি জনগণকে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বেসরকারি খাতের ব্যাংক মালিকরা ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘তারা আদালতে রিট করে ব্যাংকের টাকা আটকে রেখেছে।’
ঋণখেলাপীদের ব্যাপারে ড. আতিউর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি খেলাপি হয়েছে বাণিজ্যিক বিনিয়োগে। খেলাপির প্রায় ২৮ শতাংশই ট্রেড ফাইন্যান্সের অবদান। এগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে । প্রয়োজনে ব্যাংক কোম্পানী আইন সংশোধন করতে হবে ।
বাজেট বিষয়ে আতিউর রহমান বলেন, ‘এবারের বাজেটে আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী তবে এগুলো বাস্তবায়ন করতে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ।
তিনি বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছে এভাবে অর্থনীতি এগোতে থাকলে ২০৩০ সালে আমাদের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি হবে ।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক কে,এম, জমসেদ উজ জামান এনবিআরের সাবেক চেয়ারম্যান নাসিরুদ্দিন আহম্মেদ প্রপেসর ড. এ কে এনামুল হক বিইউআইএলডি সিইও ফেরদৌস আরা বেগম ডব্লিইএ এর প্রেসিডেন্ট নিলুফার আহম্মেদ করিম সহ প্রমুখ ।
সানবিডি/ এমএফইউ