স্যানিটারি ন্যাপকিনে করারোপ করেনি এনবিআর

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৩ ১৮:০৭:২২


এনবিআর বলছে স্যানিটারি ন্যাপকিন বা সমজাতীয় কোনো পণ্যের ওপর ভ্যাট আরোপ করা তো দূরের কথা বরং স্যানিটারি ন্যাপকিন উপকরণের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। এসব সত্ত্বেও কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যা কোনোভাবেই কাম্য নয়।

আজ বুধবার (৩জুলাই) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরের ২০১৯-২০ বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ওপর মূল্য সংযোজন কর আরোপের ফলে এর মূল্য বৃদ্ধি পেয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এ বিষয়ে গত ২৮ জুন ‘দি সিক্সথ সেন্স’ নামক একটি প্রতিষ্ঠান জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করে। কিছু কিছু অনলাইনমাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের ওপর ৪০ শতাংশ মূসক (মূল্য সংযোজন কর) আরোপ করা হয়েছে মর্মেও প্রচার করা হচ্ছে। এগুলো সব মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারী প্রচারণা।

এতে আরও বলা হয়েছে, বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষমতায়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকটিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তাই নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন এসআরও নং-২৪০-আইন/২০১৯/৭৬-মূসক তারিখ: ৩০ জুন ২০১৯ খ্রিস্টাব্দ মারফত দেশীয় স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত উপকরণের ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। এতে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে এবং স্বল্পমূল্যে নারীরা এটি ব্যবহার করতে পারবেন।

সানবিডি/ এমএফইউ