প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৪ ১০:৩০:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার ইস্যু করা হবে। এর বৈশিষ্ট্য হবে ফুললি রিডিমেবল (Fully Redeemable) ও নন-কনভার্টেবল (Nonconvertible) অর্থাৎ মেয়াদ শেষে এই প্রেফারেন্স শেয়ার সম্পূর্ণভাবে অবসায়িত হবে এবং এর কোনো অংশই শেয়ারে রূপান্তরিত হবে না। অর্ধবার্ষিক হিসাবে অর্থাৎ বছরে দুই বার এই শেয়ারের সুদ পরিশোধ করা হবে। আর শেয়ারের জন্য টাকা নেওয়ার নির্ধারিত সময়সীমার (Subscription) এক বছর পর থেকে শেয়ারে বিনিয়োগকৃত মূল টাকা কিস্তি আকারে ফেরত দেওয়া শুরু হবে। অবশিষ্ট টাকার উপর সুদ হিসাব করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করা হবে। শেয়ার ইস্যু করে কোম্পানিটি এর কারখানার আধুনিকায়ন (বিএমআরই) এবং উচ্চ সুদের ঋণের একাংশ পরিশোধ করবে।

সান বিডি/এসকেএস