হন্ডুরাসে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৪ ১০:৩৭:৪১


মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সময় বুধবার দেশটির পূবাঞ্চলে ক্যারিবিয়ান উপকূলের মস্কুইটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিরুপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া ওই নৌকা থেকে ৪৭জনকে উদ্ধার করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ডোমিঙ্গো মিজা এতথ্য নিশ্চিত করে জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ও মৃতদেহগুলোকে স্থানীয় শহর পুয়ের্তো লিম্পারাতে নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, নৌকাটি ডুবে যাওয়ার আগে একটি জরুরি বার্তা পাঠিয়েছিলেন নাবিক; তবে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

চিংড়ি ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই ৭০টনবাহী ওই নৌকাটি জেলেদের নিয়ে মাছ ধরতে রওনা হয়। উপকূলীয় অঞ্চলটিতে সম্প্রতি শুরু হওয়া মাছ ধরার এ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি জুড়ে চলবে।