দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লোয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৪ ১৬:৩৯:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে আইসিবি এমপ্লোয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই দিন ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৩২৭ বারে ২৫ লাখ ৩৩ হাজার ২৯৯টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ ১১ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৭৩০ বারে ৮১ লাখ ১৮ হাজার ৪০৩টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। ফান্ডটি ৬ বারে ১ হাজার ১০৯টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ১২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড মিল ও রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড।

সান বিডি/এসকেএস