আহমেদ অ্যান্ড আক্তার কোম্পানিটি নিরীক্ষা কাজের যোগ্যতা হারিয়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৪ ২১:০৬:৪০
কপারটেক ইন্ডাস্ট্রিজ ইস্যুতে অসহযোগিতার জন্য বিতর্কিত নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ অ্যান্ড দ্য ইনস্টিআহমেদ অ্যান্ড আক্তার কোম্পানির নিরীক্ষা কাজের যোগ্যতা হারিয়েছে এবং লাইসেন্স নবায়ন করার সুযোগও হারিয়েছেন কোম্পানিটি বলে জানিয়েছেন টিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) আইসিএবির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিএবি’র বিশ্বস্ত সূত্রে জানা যায়, কপারটেক ইন্ডাস্ট্রিজ ইস্যুতে আইসিএবির রিভিউ কাজে সহযোগিতা করেনি আহমেদ অ্যান্ড আক্তার কর্তৃপক্ষ। আইসিএবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে রিভিউয়ের জন্য ৪ দফায় চিঠি দেওয়া হলেও কোম্পনিটি কোন সহযোগিতা করেনি। যে কারনে আইসিএবি নিরীক্ষা প্রতিষ্ঠানটির প্রাকটিসিং লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ।
জানা যায়, এমন ঘটনা আইসিএবির ইতিহাসে প্রথমবার ঘটল যেটা কোন নিরীক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা না করার ঘটনাও এবারই প্রথমবারের মতো ঘটেছে।
আইসিএবির এক কর্মকর্তা জানান, এখন বিএসইসি বিশেষ নিরীক্ষক দিয়ে কপারটেক ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাব পূণ:নিরীক্ষা করতে পারে। এখন মূলত যা করার তা বিএসইসিকে করতে হবে। এছাড়া এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে বলে জানা যায় ।
এদিকে কপারটেক ইন্ডাস্ট্রিজ ইস্যুতে আইসিএবি সভাপতিকে সাক্ষাতের জন্য ডেকেছেন এফআরসি চেয়ারম্যান। এই সাক্ষাতের জন্য আগামি রবিবার দিন ধার্য রয়েছে।
এর আগে গত ২ জুলাই শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানির নিরীক্ষা কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএসইসি। বিএসইসি জানায়, আহমেদ অ্যান্ড আক্তারের পার্টনার শাহেদ মোহাম্মদ অবসরের কারণে নীরিক্ষা প্রতিষ্ঠানটি পার্টনারশীপ থেকে প্রোপ্রাইটরশীপে পরিণত হয়েছে। যা আইসিএবি থেকে ২৬ মে এক চিঠির মাধ্যমে জানানো হয়। এর মাধ্যমে আহমেদ অ্যান্ড আক্তার শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক হিসাব নিরীক্ষার যোগ্যতা হারিয়েছে।
সানবিডি/ এমএফইউ