সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৬ ১১:১৭:৫৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৭ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। গড়ে প্রতিদিন ১৪ লাখ ৩৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফিন্যান্সের দর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৬ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। গড়ে প্রতিদিন ৪ লাখ ৭ হাজার ২৫০টাকা।

তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের দর কমেছে ১১ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১২ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। গড়ে প্রতিদিন ৩ লাখ ২ হাজার ২৫০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, কে এন্ড কিউ, বাংলাদেশ সাবমেরিন কেবল, মুন্ন জুট, ইন্টারন্যাশনাল লিজিং, মেঘনা পিইটি ও বিচ হ্যাচারী।

সান বিডি/এসকেএস