বুধবার শুরু হচ্ছে শিশু-কিশোর প্রোগ্রামিংয়ের জাতীয় ক্যাম্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৮ ১২:৩৩:১৪


জেলা ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে শিশু-কিশোর প্রোগ্রামিংয়ের জাতীয় ক্যাম্প শুরু হচ্ছে আগামী বুধবার।

ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে বুধবার শিশুদের নিয়ে তিন দিনের ক্যাম্প শুরু হবে। সেদিন বিকেল থেকেই নির্বাচিতদের ভেনুতে প্রবেশ শুরু হবে।

এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্প অনুষ্ঠিত হবে।এছাড়াও পাইথন প্রতিযোগিতায় নির্বাচিতদের নিয়ে আরেকটি ক্যাম্প শুরু হবে  ১২ জুলাই। সেদিনই ভেনুতে প্রবেশ করতে হবে নির্বাচিতদের ।

এরপর ১৩ ও ১৪ জুলাই চলবে জাতীয় ক্যাম্প। তারপর সেখান থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গত জুনের ১৭ ও ২০ তারিখ জেলা পর্যায়ের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এর একটি শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামিং এবং অন্যটি ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিং।‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ স্লোগান নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ইয়াং বাংলা।

এবারের আয়োজনটি গত বছরের চেয়ে বড় হয়েছে। জেলা পর্যায়ে ২০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।