এল ক্লাসিকোতে ৩০ মিনিটের জন্য মাঠে নামছে মেসি
আপডেট: ২০১৫-১১-১৫ ২২:১১:১৮
প্রায় দু’মাস ধরে মাঠের বাইরে। আর ক’দিন বাদেই এল ক্লাসিকো ম্যাচ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কী লিওনেল মেসি খেলবেন? চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে দলে ফিরতে বার্সেলোনা ‘বি’ দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে হাঁটুর ইনজুরি থেকে যথাসময়ে সেরে উঠবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
আগামী ২১ নভেম্বর (শনিবার) রিয়ালের মুখোমুখি হবে বার্সা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
রিয়ালের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও ভক্ত-সমর্থকরা নিশ্চয়ই নিরাশ হবেন না! এমন সম্ভাবনার কথাই প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো। সূত্রমতে, আর কয়েকদিনের মধ্যেই মেসির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্সা। বদলি খেলোয়াড়ের তালিকায় মেসির নাম রাখতে পারেন কোচ লুইস এনরিক।
গত সেপ্টেম্বরেই তো অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বদলি হিসেবে নামা মেসির ‘জাদুকরি’ পা থেকে জয়সূচক গোলটি আসে। সে ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় কাতালানরা। তাহলে কী মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও ত্রিশ মিনিটের জন্য মাঠে নামবেন মেসি?
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি। অবশ্য, তার অনুপস্থিতিতে এখন পর্যন্ত নয় ম্যাচের মধ্যে সাতটিতেই জয়লাভ করে বার্সা। শুধুমাত্র মেসিবিহীন প্রথম ম্যাচেই সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হার মানে কাতালানরা।
সানবিডি/ঢাকা/রাআ