দরপতনের শীর্ষে পিপলস লিজিং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৯ ১৬:১৬:৫৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পিপলস লিজিং কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩৪ বারে ৪ লাখ ২৬ হাজার ১৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ ৩৪ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৭৩ বারে ২৮ লাখ ১৪ হাজার ৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১০ লাখ ৫৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আর এন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৬৮১ বারে ৮৯ লাখ ১৯ হাজার ৩৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৫ লাখ ৬৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে-রানার অটোমোবাইলস, মুন্নু সিরামিক, নর্দার্ন ইন্সুরেন্স কোম্পানি, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, মুন্নু জুট স্টাফারস লিমিটেড ও লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।
সান বিডি/এসকেএস