ব্লক মার্কেটে লেনদেন ৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১০ ১৬:২২:২৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫ টি কোম্পানির ৫ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এই কোম্পানিটি আজ থেকে রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু করেছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা নাভানা সিএনজি লিমিটেডের ৬৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা গ্রামীণ ফোনের  ব্লক মার্কেটে ৫৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এসিআই কোম্পানি ২২ লাখ ৩২ হাজার, অগ্রনী ইন্সুরেন্স ১২ লাখ ১০ হাজার, আনোয়ার গালভাঞ্জিং লিমিটেড ৬ লাখ ৪৭ হাজার, বারাকা পাওয়ার ২৭ লাখ ৯১ হাজার, দুলামিয়া কটন স্পিনিং মিল ২৫ লাখ ৫২ হাজার, ইস্টার্ন কেবলস ৭ লাখ ৪০ হাজার, গ্লোবাল ইন্সুরেন্স ৫ লাখ ৪ হাজার, আইসিবি ইসলামিক ব্যাংক ৫৪ লাখ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভিইস লিমিটেড ৫ লাখ ২৩ হাজার, ন্যাশনাল লাইফ ইন্সিুরেন্স ৫ লাখ ৬৬ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩৪ লাখ ৮৯ হাজার এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ লাখ ৮ হাজার।

সান বিডি/এসকেএস