লেনদেনের শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১১ ১৬:১৩:০৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের হয়ে শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ২৬৮ টাকা ৩০ পয়সায়। আর লেনদেন হয় মোট ১৮ কোটি ৮৯ লাখ টাকা। মোট হাতবদল হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৭১৬টি শেয়ার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন হয় ৭১ লাখ ১০ হাজার ৫৮৪ টি শেয়ার। আর লেনদেন ছাড়ায় ১০ কোটি ৬৪ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে থাকা গ্রামীনফোন লিমিটেডের লেনদেন ছাড়ায় ৩৩১ কোটি ২০ লাখ টাকা। মোট লেনদেন হয় ২ লাখ ৬৫ হাজার ৩৩৩ টি শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে: রূপালী ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড, রানার অটোমোবাইল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিইবস, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসেস, ফরচুন সুজ, বিবিএস কেবলস, শাশা ডেনিমস।

সান বিডি/এসকেএস