সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৩ ১২:২৮:০২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলোচিত পিপলস লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি সর্বমোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৭ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের দর কমেছে ২৫ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ১৪ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬২ লাখ ৮২ হাজার ৪০০টাকা।
তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের গত সপ্তাহে দর কমেছে ১৮ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৫৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি সর্বমোট ৪৬ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিল, মেঘনা পিইট, বেক্সিমকো সিনথেটিক্স, জুট স্পিনার্স, তুং হাই নিটিং, বিচ হ্যাচারি ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স।
সান বিডি/এসকেএস