নতুন মেশিনারিজ কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১১:১৫:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল নতুন ব্রান্ডের কিছু মূলধনী মেশিনারিজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি বিদ্যমান উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন মেশিন স্থাপন করবে। এজন্য কোম্পানিটি পূবালী ব্যাংক থেকে ঋণ সুবিধা নিবে।
মেশিনটির বৈশিষ্ট হচ্ছে- চায়নার স্টেনার ফ্রেম রেঞ্জ এবং ইটালিয়ান স্যানফ্রোজিং মেশিন। এই মেশিন কিনতে প্যারামাউন্ট টেক্সটাইলকে ১০ লাখ ডলার ও ৩ লাখ ৪০ হাজার ইউরো গুণতে হবে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ২০ পয়সা (রিস্টেটেড)।
আর ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৯২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪৭ পয়সা (রিস্টেটেড)। কোম্পানির এনএভি হয়েছে ২১ টাকা ২৩ পয়সা।
সান বিডি/এসকেএস