নারী ও শিশু নির্যাতন দমন আইন কঠোর করা হবে: ইন্দিরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৪:১২:৪০
নারী-শিশু নির্যাতন দমন আইন আরো কঠোর করা হবে।আর এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন্,অবশ্যই, আইনটি কঠোর করার জন্য তা সংসদে নিয়ে আসা হবে।’
তিনি আরো বলেন, ঐক্যবদ্ধভাবে সচেতনতা গড়ে তুলে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ করতে পারব।
প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়ার পর রোববার (১৪ জুলাই) প্রথম দিন সচিবালয়ে নিজ দফতরে বসে ফজিলাতুন নেসা এ কথা বলেন।
প্রতিমন্ত্রী হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর আমার জেলা মুন্সিগঞ্জে স্বাধীনতার নেতৃত্বদানকারী দলের সরকারে কোনো মন্ত্রী ছিল না। এবারই প্রথম মুন্সিগঞ্জ জেলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। সে জন্য আমরা মুন্সিগঞ্জবাসী খুবই আনন্দিত। আমি মুন্সিগঞ্জবাসী ও আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে বুঝতেই পারেন আমার অনুভূতিটা কী রকম! এত বছর পর একটা জেলা থেকে এই প্রথম একজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় জনগণের সঙ্গে আমিও আনন্দিত।’
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা প্রতিরোধে প্রতিমন্ত্রী হিসেবে কী ভূমিকা রাখবেন- জানতে চাইলে ফজিলাতুন নেসা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন, সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নিয়েছেন। সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ও সংস্কৃতিক কর্মী যারা আছেন, যেসব সংগঠন আছে, আমার মিলে যদি সচেতনতা গড়ে তুলতে পারি তবে নারী নির্যাতন বলেন, শিশু নির্যাতন বলেন সবকিছু প্রতিরোধ করতে পারব।’
‘কাজেই আমি মনে করি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে নারী নির্যাতন বলেন, শিশু নির্যাতন বলেন সবই আমরা বন্ধ করতে পারব।’
তিনি বলেন, ‘আইনটি সংশোধনের জন্য এককভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব পাঠাবে না। এখানে আইন মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয় মিলেই আইনটি করা হবে। কীভাবে কতটুকু কী করা হবে তা আপনারা জানতে পারবেন।’
এর আগে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ফজিলাতুন নেসা। এরপর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে আদেশ জারি করা হয়।
প্রতিমন্ত্রী বেলা ১২টায় সচিবালয়ে আসছেন এ খবর শোনার পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। বেলা ১২টা ১২ মিনিটে সচিব কামরুন নাহার প্রতিমন্ত্রীকে নিয়ে মন্ত্রণালয়ে উপস্থিত হন। এরপর নিজের দফতরে গিয়ে বসেন ফজিলাতুন নেসা। এরপর মন্ত্রণালয় ও অধীন সংস্থার কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।