ডিএসইর সূচক নেমেছে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৫:১৯:০৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজকের দিন নিয়ে টানা ৬ কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৭৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ২ মাস ১৫ দিন বা ৪৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এর আগে চলতি বছরে ২৯ এপ্রিল ডিএসইএক্স সূচক আজকের থেকে কম স্থানে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ১৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ২৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টির।
ডিএসইতে আজ ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি টাকার। অর্থাৎ আজ ডিএসইতে লেনদেন ৩ কোটি টাকা বেশি হয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। আজ ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
সান বিডি/এসকেএস