দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৬:৩৮:২৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে  সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ইউনিট দর ১০ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১৬৩ বারে ৫০ লাখ ২৬ হাজার ৬৫৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ ২৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ১৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৭৫৮ বারে ১৪ লাখ ৪৬ হাজার ৫৪৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১০ লাখ ৫৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৩ বারে ১১ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে-এরামিট সিমেন্ট,ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আইসিবি অ্যামপ্লোয়িস প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ১: স্কিম ১, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং মিলস ও এমআইডিএএস ফাইন্যান্সিং লিমিটেড।

সান বিডি/এসকেএস