শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ৮% লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৮:২৮:৪০


২০১৮-১৯ অর্থবছরে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। রোববার ( ১৪ জুলাই, ২০১৯) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়। ৩০ জুন, ২০১৯ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৮৯ পয়সা।

রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দক্ষতার প্রতিফলন দেখা যায় ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্যেও (এনএভিপিইউ)। গত এক বছরে ডিএসইর প্রধান সূচক, ডিএসইএক্স ০.৩% বাড়লেও ফান্ডটির এনএভি বেড়েছে ১২ শতাংশ।

উল্লেখ্য ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয় । প্রথম দিনেই প্রাথমিকভাবে বরাদ্দ করা সব ইউনিট বিক্রি হয়ে যায়। শুরু থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, অপরদিকে আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর প্রধান সূচক, ডিএসইএক্স পতন হয়েছে ৭ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গত অর্থবছরে পুজিবাজার খুব একটা ভালো না থাকার কারনে ফান্ড পরিচালনায় অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভালো রিটার্ন দেয়ার। আমি মনে করি উল্লেখিত সময়ে পুজিবাজারের পারফর্মেন্স পর্যালোচনা করলে ১২ শতাংশ রিটার্ন বিনিয়োগকারীদের আশা পুরন করবে। ভবিষ্যতেও বিনিয়োগকারীদের আকর্ষণীয় রিটার্ন দাওয়ার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা অব্যাহত থাকবে।“