কয়েকটি ইন্টারনেট গেইম বাতিল করছে মাইক্রোসফট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১৫:৩১:৪৪
মাইক্রোসফটের বেশ কয়েকটি ইন্টারনেট গেইম বন্ধ হয়ে যাচ্ছে ।তিন সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আর হার্টস, স্পেডস, চেকারস, ব্যাকগ্যামন, রিভার্সি ও এমএসএন গো খেলা যাবে না।
উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ এমই অপারেটিং সিস্টেমে আগামী ৩১ জুলাইয়ের পর গেইমগুলো আর খেলা যাবে না।
উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা আগামী বছরের ২২ জানুয়ারির পর আর গেইমগুলো খেলতে পারবেন না।
এ বিষয়ে মাইক্রোসফট বলেছে, ভারাক্রান্ত হৃদয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন সময়, হার্ডওয়্যার ও সফটওয়্যার পার্টনারদের সঙ্গে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার।
আগামী অক্টোবরেই এক্স ক্লাউড এক্সবক্স স্ট্রিমিং সেবা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। এই সেবা ব্যবহার করে পিসি ছাড়াও, ফোন ও ট্যাবলেটে এক্সবক্স ওয়ান লাইব্রেরির সাড়ে তিন হাজার গেইম খেলা যাবে।