ইউসিবিএলের ভাইস-চেয়ারম্যান হলেন বজল আহমেদ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১৫ ১৮:৩৬:০৪


পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের
ভাইস-চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বজল আহমেদ। ব্যাংকটির ৪৩৯তম বোর্ড সভায় তাকে ভাইস-চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করে আসছিলেন। বজল আহমেদের পিতা মরহুম এম এ বারী ইউসিবি’র অন্যতম উদ্যোক্তা পরিচালক।

বজল আহমেদ তাজ একসেসরিজ (প্রাঃ) লিমিটেড এবং সৈকত টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া, তিনি তাজ ট্রেডিং এর সত্ত্বাধিকারী। বজল আহমেদ সিলেটের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।