খুলনায় সড়ক দূর্ঘটনায় বেসামরিক সদস্য নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৬ ১১:১০:৪০
খুলনায় প্রাত:ভ্রমণে বের হয়ে বিলিয়ান হোসেন (৪৫) নামের এক বেসামরিক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে খুলনা-যশোর মহাসড়কে নগরীর শিরোমনি এলাকার ট্রাক চাপায় তিনি নিহত হন। তার বাড়ি মাদারিপুর জেলার দক্ষিণ রমজানপুর।
বিলিয়ান খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ বেসামরিক সদস্য (বিদ্যুতের লাইন ম্যান) হিসেবে কর্মরত ছিলেন।
খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিলিয়ান সকালে প্রাত:ভ্রমণকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (খুলনা-মেট্রো ট-১১-১১৮৫) তাকে চাপা দেয়। এতে ছিটকে গিয়ে ঘটনাস্থানেই তিনি মারা যান।
তিনি জানান, এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক জহির খানকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিরোমনির শেষ সীমানায় মীর বাড়ি এলাকার সড়কে সকালে প্রাত:ভ্রমণে বের হন বিলিয়ান। এ সময় ফুলতলার দিক থেকে শিরোমনির দিকে আসা হ্যামকো কোম্পানির একটি খালি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি প্রায় ৫ ফিট ছিটকে গিয়ে পরে ঘটনাস্থানেই মারা যান। এ সময় অজ্ঞাত এক মহিলা আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান বিডি/এসকেএস