পূবালী ব্যাংক ও বিআরবি হাসপাতাল’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৬ ১৬:১৭:০৯


পূবালী ব্যাংক লিমিটেড এবং বিআরবি হাসপাতাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস্ ও        উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার রায় এবং বিআরবি হাসপাতাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অবঃ) ডাঃ একেএম মাহবুবুল হক।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কার্ডহোল্ডারগণ বিআরবি হাসপাতাল লিমিটেড এর চিকিৎসা সেবা গ্রহণে ১০% থেকে ২০% ছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।